• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিমানবন্দরে গাজীপুরের আওয়ামী লীগ নেতা আটক


গাজীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৮:০৫ পিএম
বিমানবন্দরে গাজীপুরের আওয়ামী লীগ নেতা আটক

গাজীপুর: গাজীপুরের অন্যতম প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদেশে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। 

পুলিশের এক সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি নয়াবাড়ী এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত কাজী সিরাজ উদ্দিনের ছেলে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন থানায় করা হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে।

 

রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন আলিম উদ্দিন। এ সময়ে ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেয়। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ থানা পুলিশকে এ ব্যাপারে অবহিত করেছে। এখন কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। 

উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন আলিম উদ্দিন। বর্তমানে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসএস

Wordbridge School
Link copied!