• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

ছাত্রলীগ বা বৈষম্যবিরোধীর ব্যানার, কোনটা থেকেই বাদ যায় না মাকসুদা!


মঈন নাসের খাঁন, কুমিল্লা সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:৩১ পিএম
ছাত্রলীগ বা বৈষম্যবিরোধীর ব্যানার, কোনটা থেকেই বাদ যায় না মাকসুদা!

কুমিল্লা: কখনও কুমিল্লা মহানগর ছাত্রলীগের ব্যানারে সামনের সারিতে, আবার কখনও বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারের সামনের সারিতে। বলছিলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী মাকসুদা সুলতানার কথা। এভাবেই সব জায়াগাতে নিজের উপস্থিতি জানাতে ব্যস্ত তিনি। 

ঠিক এমন চিত্রই মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকটি গ্রুপে। সেখানে দেখা যায়, গত ১১ই জুলাই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে মহানগর ছাত্রলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই শান্তি সমাবেশের মিছিলে মাকসুদা সুলতানা প্রথম সারিতে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ছবিটি দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছিলো। এছাড়াও, আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র সমাবেশ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সেখানেও মাকসুদা সামনের সারিতে দাঁড়িয়ে আছে ও উপস্থাপনা করছেন।

‌‌‘কুমিল্লা মহানগর ছাত্রলীগ’ নামে এক ফেসবুক পেইজেও এই ছবি দুটো প্রকাশ পেয়েছে। সেখানে ক্যাপশনে লিখা ছিলো ‘পাখি তুমি কার আকাশে উড়ো তার আকাশ কি আমার চেয়ে বড়’। এই পোস্টে মন্তব্য জানিয়েছেন অনেকেই। রিদয় খান নামের একজন মন্তব্য করেন ‘আর কি ছাত্রলীগ কর্মী ছিলো না? এসব সুবিধাবাদীদের ব্যানারের সামনে রাখছেন। আল্লাহ জানে কুমিল্লা মহানগর ছাত্রলীগ কৃতক (কর্তৃক) আরো কত দালাল আর সুবিধাবাধীর জন্ম হয়েছে।’ 

আরো বেশ কয়েকটি গ্রুপে ছবিটি প্রকাশ পেলে সেখানে মন্তব্যে একজন লিখেন ‘আন্দোলনে আপুর ভূমিকা ছিলো অনেক, আগে ছাত্রলীগ করতো, কিন্তু আন্দোলনে আপুর স্বক্রিয় অংশগ্রহণ ছিলো।’

এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, ‘মাকসুদা সুলতানা তো সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গেও ছবি তুলেছিলো দেখেছিলাম। বিগত দিনেও ছাত্রলীগের কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলো বলে দেখা গিয়েছে। ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে মিছিল করে আবার ছাত্রদের পক্ষ নেয়ার কথা বলা বিষয়টি কেমন জানি অস্পষ্ট। এখন নাকি সে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নেতৃত্ব দিচ্ছ শুনলাম। কিভাবে সম্ভব এসব।’

এই বিষয়ে জানতে চাইলে মাকসুদা সুলতানা বলেন, গত ১১ জুলাই একটি ব্যক্তিগত কাজে কান্দিরপাড় রামঘাটলায় গিয়েছিলাম। সেখানে আমাদেরকে ডেকে এনে দাঁড় করিয়ে দিয়েছিলো। আর, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আর ছাত্রলীগ ১১ জুলাই পর্যন্ত ছাত্রদের উপর হাত তুলে নি। তারা ছাত্রদের উপর হাত তোলায় আমি নিজেও প্রতিবাদ করেছি। নিজের বাসায়ও থাকতে পারি নাই। যারা এসব ছড়াচ্ছে, তীব্র নিন্দা জানাই তাদের প্রতি।

এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোঃ সাকিব হোসাইন বলেন, আমি বিষয়টি মাত্র শুনেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।

এসএস

Wordbridge School
Link copied!