Menu
ছবি : প্রতিনিধি
দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর একদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে দুর-দুরান্ত থেকে আসতে শুরু করেছে পাইকারা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় ভারত থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি বানিজ্য।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, গতকাল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল, তবে আজকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে গতকাল আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT