• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 


গাজীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:৪৫ পিএম
বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

ছবি : প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরের মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই গাজীপুরা এলাকায় সৃজন ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা তাদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রথমে কারখানার গেটে। পরে বেলা বাড়ার সঙ্গে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। শ্রমিকদের এ বিক্ষোভের কারণে ওই এলাকায় মহাসড়কে যানজটের ভোগান্তি সৃষ্টি হয়েছে। 

গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারওয়ার আলম জানান, টঙ্গীর গাজীপুরা এলাকায় সৃজন ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা। তাদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানা গেটে বিক্ষোভ শুরু করেন। পরে এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

এ দিকে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালে চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড ও নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন এবং চক্রবর্তী এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা।

এসআই

Wordbridge School
Link copied!