নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে নিখোঁজের দুইদিন পর সামিউল তাজিম প্রকাশ তয়ন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বালিয়াকান্দি গ্রামের খলিল চৌকিদার বাড়ির একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তয়ন উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মোঃ আবুল হোসেন প্রকাশ শহীদ ছেলে।
নিহতের বাবা আবুল হোসেন প্রকাশ শহীদ জানান, গত শুক্রবার রাত ২টার দিকে নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তনয়। বহু খোঁজাখুঁজির পরও রাতে তাকে পাওয়া যায়নি। পরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের খলিল চৌকিদার বাড়ির একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের জানায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট করে। নিহত তনয় বুদ্ধি প্রতিবন্ধী ছিলো বলে জানান আবুল হোসেন।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধী ছিলো। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।
এসএস