• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

নাটোরে ডাকাতিতে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৩


নাটোর প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০১:২৮ পিএম
নাটোরে ডাকাতিতে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৩

নাটোর: নাটোরের গুরুদাসপুরে ডাকাতির সময় ডাকাতের আঘাতে হারেছ প্রামাণিক (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন তার স্ত্রী মোছাম্মদ অলেদা (৬০)। এই ঘটনায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

তারা হলেন, চাপিলার গজেন্দ্র গ্রামের মোজাম প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (২২), ধানুড়া মিল্কি গ্রামের ইউসুফ আলীর ছেলে মাসুদ (২৭) এবং একই গ্রামের মমিনের ছেলে সুমন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃচাপিলা গ্রামের মৃত্যু ময়েন উদ্দিনের ছেলে হারেছ প্রামাণিক ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। এসময় কয়েকজন দুষ্কৃতকারী তাকে আক্রমণ করে। এসময় প্রতিরোধ করতে গেলে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই মারা যান হারেছ প্রামাণিক। এ সময় হারেছের স্ত্রী মোছাম্মদ অলেদা (৬০) ঘর থেকে বের হলে তাকেও আক্রমণ করা হয়। তাকে গুরুতর অবস্থায় রামেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরে তিন ভরি সোনা ও গুরত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। এসময় তিন ডাকাতকে আটক করেন তারা

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ডাকাতদলের তিন সদস্য আটক রয়েছে। বাকী সদস্যদের আটকের চেষ্টা চলছে।

এসএস

Wordbridge School
Link copied!