• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে কাঁঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত


ঝালকাঠি প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৪:৪০ পিএম
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে কাঁঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

ঝালকাঠি: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে ঝালকাঠির কাঁঠালিয়ায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ স্ট্রাইকের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভ্রাতৃত্বের বন্ধন সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংস্থা (বিএসবি)। এতে পরিবেশ সচেতন শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

এসময় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ব্যানার ও প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানের সাথে মিছিল করেন। 

পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ভ্রাতৃত্বের বন্ধন সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংস্থা (বিএসবি) এর পরিচালক মো. ইমরান হোসেন, সাংগাঠনিক সম্পাদক মো. সাজিদ মাহমুদ, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মেহেদী হাসান, শিক্ষার্থী রাইসা আক্তার প্রমুখ।

এসএস

Wordbridge School

সারাদেশ বিভাগের আরো খবর

Link copied!