• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মির্জাপুরে সাপের কামড়ে দুই নারীর মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৬:৪৪ পিএম
মির্জাপুরে সাপের কামড়ে দুই নারীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে পৃথক স্থানে সাপের কামড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের আজুফা বেগম (৪০) ও একই উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ী গ্রামের দিপালী রানী (৪৫)।

কুমুদিনী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. অনামিকা সাহা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আজুফা বেগম গরুর জন্য খড়ের স্তূপ থেকে খড় খুলছিলেন। এসময় বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরে পরিবারের লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় দিপালী রানীকে সাপে কামড়ে দিলে তাকেও কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার ২০ মিনিট পর সাতটা ৫০ মিনিটে তারও মৃত্যু হয়।

এসএস

Wordbridge School
Link copied!