কক্সবাজার: কক্সবাজার সদরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সদরের চৌফলদন্ডী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে বাহিনীর সদস্যরা।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চৌফলদন্ডী অস্ত্র মজুদের খবর পায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। পরে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি করে ৩ টিএলজি, ১ টি এক নলা বন্দুক, ৭টি কার্তুজ, ১ টি দা, ১ হাতুড়ী, ৩ টি চাকু, ২ টি চাপাতি, ফাকা দলিল দস্তাবেজ, গাঁজা জব্দ করা হয়।
মূলত উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
এসএস