• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাদারীপুরে ভ্যানচাপায় শিশুর মৃত্যু


মাদারীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৫:৪৪ পিএম
মাদারীপুরে ভ্যানচাপায় শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় মোসা. হাবিবা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কালকিনি- খাসেরহাট সড়কের পৌর এলাকার বিভাগদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা পৌর এলাকার চরবিভাগদী গ্রামের রাসেদ মুন্সির মেয়ে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাবিবা তার পরিবারের লোকজনের সাথে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। তারা সবাই কালকিনি- খাসেরহাট সড়কের পৌর এলাকার বিভাগদী গ্রামের একটি বেকারীর সামেন আসলে সবার চোঁখ ফাকি দিয়ে হাবিবা হঠাৎ সড়কের উপরে চলে যায়। এসময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এসময় হাবিবা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
 
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) পীযূষ কান্তি বলেন, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

এসএস

Wordbridge School
Link copied!