কুমিল্লা: কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আমিরুল কায়ছারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল ফারুক হালাদার, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, সেনাবাহিনীর লে: কর্নেল মাহমুদুল হাসান, বিজিবির লেঃ কর্নেল ইফতেখার হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন।
সভা শেষে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পূজাকে সামনে রেখে দেশে যেন কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি এবং বহিবিশ্বে যেন আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়, সে লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে। তবে এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসএস