• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

ইমামতি নিয়ে তর্ক-বিতর্ক, মুসল্লির চড়ে বৃদ্ধের মৃত্যু


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি  সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৫:২৯ পিএম
ইমামতি নিয়ে তর্ক-বিতর্ক, মুসল্লির চড়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোণা: মসজিদের ইমাম ছুটিতে থাকায় স্থানীয় মুসল্লি হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক ফজরের নামাজ পড়াতে যান। এতে বাঁধা দেন তারই প্রতিবেশি মৃত আ. লতিফের ছেলে শাহজাহান। 

এ নিয়ে নামাজের পর মসজিদ প্রাঙ্গণে চলে তর্ক-বিতর্ক। একসময় উত্তেজিত হয়ে শাহজাহান হাসিম উদ্দিনকে চড় বসিয়ে দেন। তারপর ঘটনাস্থলেই বৃদ্ধ হাসিম উদ্দিন (৬৫) মারা যান। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলাধীন আগিয়া ইউনিয়নের জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমামের অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন ঐ গ্রামের হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিনি ফজরের নামাজ পড়াতে আসলে শাহজাহান আজিজুলের পেছনে নামাজ পড়বেন না বলে জানান। 

এক পর্যায়ে আজিজুল নামাজ পড়ানোর পড় মসজিদ প্রাঙ্গনে এ নিয়ে আজিজুলের বাবা হাসিম উদ্দিনের সাথে তারই চাচাতো ভাইয়ের দিকে ভাতিজা শাহজাহানের কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজাহান তার চাচা হাসিম উদ্দিনকে চড় মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধীনে পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদ উল্লাহ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রিয়াদ মাহমুদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

এআর

Wordbridge School
Link copied!