• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

নোয়াখালীর সুবর্ণচরে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ


সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৬:৫৫ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ

নোয়াখালী: সুবর্ণচরে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাবুনিয়ায় ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে সুবর্ণচর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আগাম সরিষা বীজ বিতরণ করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, বাংলাদেশ সেনাবাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষিদ্রব্য বিতরণের কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে৷ ৬০ জন কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আরো বীজ ও সার বিতরণ করা হবে। 

এআর

Wordbridge School
Link copied!