• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

ভাঙ্গুড়ায় দিলপাশার ইউপি চেয়ারম্যানের ক্ষমতা পেলেন ইউএনও


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি  সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৭:১১ পিএম
ভাঙ্গুড়ায় দিলপাশার ইউপি চেয়ারম্যানের ক্ষমতা পেলেন ইউএনও

পাবনা: ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা পেলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার। পাবনার জেলা প্রশাসক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশে বলা হয়, দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ও প্যানেল চেয়ারম্যান দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থাকায় জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

এজন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণের নিমিত্তে নির্দেশনা প্রদান করা হয়েছে। ফলে আজ মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারকে চেয়ারম্যানের ক্ষমতা অর্পণ করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন থেকে দিলপাশার ইউনিয়নের যাবতীয় কার্যক্রম তার দ্বারা পরিচালিত হবে।

এআর

Wordbridge School
Link copied!