• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

লালপুরে আবারো ড্রেনসহ রাস্তা দখলের পাঁয়তারা 


নাটোর (লালপুর) প্রতিনিধি  সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৭:১৪ পিএম
লালপুরে আবারো ড্রেনসহ রাস্তা দখলের পাঁয়তারা 

নাটোর: লালপুর বাজারের ড্রেনসহ ও রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। কিন্তু অতীতে সবসময় এসব জায়গা দখল করে হাজার হাজার টাকা অবৈধ আয় করছেন এখানকার অসৎ দোকান মালিক ও ব্যবসায়ীরা। 

এ ব্যাপারে স্থানীয় সাংবাদিক ও বাজারে আগত সাধারণ ক্রেতা বিক্রেতারা প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি। গত কয়েকদিন যাবত লালপুর বাজারের ড্রেনসহ রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে।

এরই মধ্যে ওইসব অসৎ দোকান মালিক ও ব্যবসায়ীরা আবারো পরিকল্পনা শুরু করেছে কাজ শেষে তারা কিভাবে দখলদারি করবেন!

সাধারণ মানুষের আশঙ্কা রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে আবারো ওইসব অসৎ দোকান মালিক ও ব্যবসায়ীরা তাদের দখলদারিত্ব শুরু করবেন।

সম্প্রতি স্থানীয় প্রশাসন মূল সড়কে বসা মাছ সবজি বাজার উচ্ছেদ করেছে। এরপর তারা মাইকে প্রচার প্রচারণা চালিয়ে পাশেই বিকল্প বাজার বসিয়েছে। অথচ বাজারের ভেতরে তাদের জন্য পৃথক পৃথক শেড রয়েছে। স্থানীয়রা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এআর

Wordbridge School
Link copied!