ঢাকা: পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ তাদের ১৮ দফা দাবি পূরণে সম্মত হওয়ার পর (২৫ সেপ্টেম্বর) খুলে দেয়া হয়েছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা। এই শিল্পাঞ্চলের ১৯টি কারখানা ছাড়া প্রায় সকল কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম। এরমধ্যে চারটি নন-আরএমজি কারখানাও রয়েছে বলে জানান তিনি।
অপরদিকে, পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার অন্তত গ্রুপের ১৩৯ জন শ্রমিককে বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, কাঠগড়া নরসিংহপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলে দেয়া হয়েছে। শ্রমিকরাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কারখানাগুলোতে কাজে যোগ দিতে শুরু করেছেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বুধবার আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় ১৪টি এবং ৫টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর মধ্যে চারটি নন আরএমজি কারখানাও রয়েছে। জেনারেশন নেক্সটসহ কয়েকটি কারখানায় বকেয়া বেতন সংক্রান্ত জটিলতা আছে। তবে এই ১৯টি কারখানা ব্যতীত সব কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নিরাপত্তা জোরদারে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনসহ যৌথ বাহিনীর টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এসএস
আপনার মতামত লিখুন :