• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চরফ্যাশনে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার


ভোলা প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৩:৩০ পিএম
চরফ্যাশনে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

ভোলা: ভোলার চরফ্যাশন বেতুয়া প্রশান্তি পার্কের অদুরে জিও ব্যাগের উপর থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৫ সেপ্টেম্বর) দুুপর সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

চরফেশন থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) রিপন কুমার সাহা বলেন, ধারণা করা হচ্ছে স্রোতে কিশোরীর মরদেহ ভেসে এসে বেতুয়া নদীর তীরে জিও ব্যাগের উপরে আটকে যায়।  পরে স্থানীয়রা দেখে আমাদের জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। 

তিনি আরও বলেন, ওই কিশোরী মেরুন রঙের থ্রি পিজ পরিহিত ছিলেন।  তার পরিচয় ও অভিভাবক সনাক্তকরণের চেষ্টা চালানো হচ্ছে।  প্রচলিত আইন অনুযায়ী মরদেহটির পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। 

এসএস

Wordbridge School
Link copied!