Menu
বরিশাল: ভারতে ইলিশ রপ্তানি করার সিদ্ধান্তের কয়েকদিন আগে থেকেই বরিশালের বাজারে ইলিশের সংকট স্পষ্ট ছিলো। সরকারি ঘোষণার পর পরই বাজার থেকে উধাও হয়েছে যায় ইলিশ। তবে যা পাওয়া যায় তার দাম নিম্ন শ্রেণীর মানুষের নাগালের বাহিরে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়। এ সময় তাদের সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বরিশালের পোর্টরোড পাইকারি মৎস্য আড়ৎ কেন্দ্রতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, অভিযানে ইলিশের দামে কোনো অসংগতি পাওয়া যায়নি। তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অভিযানে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সর্তক করা হয়েছে। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে, সে লক্ষে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।
এদিকে বরিশালের বাজারে বুধবার এক কেজির ইলিশের প্রতি মন ৬৮ হাজার, ১২’শ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT