• ঢাকা
  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

ঝালুডাঙ্গা বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ


ফরিদপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৭:৫৮ পিএম
ঝালুডাঙ্গা বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালুডাঙ্গা বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকালে এই নৌকার বাইচের আয়োজন করেন স্থানীয়রা। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে স্মার্ট টিভি উপহার দেওয়া হয়।

এদিকে সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হয়। শিশু-কিশোর-নারী-পুরুষসহ সব শ্রেণির-পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই ধার উপচে পড়ে।

বিকাল ৪টার দিকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারা বইঠা টানেন হেলেদুলে। ৫/৬ টি সু-সজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকা বাইচ উপলক্ষে নদের দুই পাড়ে বসেছে মেলা। মেলায় উঠেছে হরেক রকমের খেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টি

মো. আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলোয়ার মাতুব্বর। এসময় আরও উপস্থিত ছিলেন টুলু মাতুব্বর, আলী মাতুব্বর, তানভির আহমেদ, মিরান মাতুব্বর প্রমুখ।

এসএস

Wordbridge School
Link copied!