• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


রাজশাহী ব্যুরো সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৮:২৪ পিএম
রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মো. ইয়ামিন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।

ইয়ামিন কুমিল্লার ইকবাল হোসেনের ছেলে। তার বাবা রাজশাহী জুটমিলে চাকরি করেন। বাবার চাকুরির সুবাদে রাজশাহী নগরীল দেবিশিংপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতো সে। ইয়ামিন রাজশাহী মসজিদ মিশন একাডেমীর নবম শ্রেণির ছাত্র ছিলো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার লতিফুর বারী জানান, বিকালে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় ইয়ামিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়ামিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

আইনগত প্রক্রিয়া শেষে রাজপাড়া থানা-পুলিশ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এসএস

Wordbridge School
Link copied!