• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১

সিলেটে চোরাই পথে ভারত থেকে আসা ৩২ মহিষ আটক


সিলেট প্রতিনিধি সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:১৫ পিএম
সিলেটে চোরাই পথে ভারত থেকে আসা ৩২ মহিষ আটক

সিলেট: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশের অভ্যন্তরে আনা ৩২টি মহিষ আটক করেছে বিজিবি। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিরাইমারা হাওর থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া মহিষগুলো আটক করে বিজিবি ৪৮ ব্যাটালিন শ্রীপুর বিওপির জওয়ানরা।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক হওয়া মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫৪ লাখ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনা ৩২ টি ভারতীয় মহিষ আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩২ টি মহিষ আটক করা হয়েছে। আটককৃত মহিষগুলো কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসএস

Wordbridge School
Link copied!