• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পঞ্চগড়ে ২২৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড


পঞ্চগড় প্রতিনিধি সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০১:২৮ পিএম
পঞ্চগড়ে ২২৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় ২২৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে আজ শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২২৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আরও কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহরেও অন্যান্য দিনের তুলনায় মানুষের উপস্থিতি অনেকটাই কম। মানুষ আসায় অনেক দোকান বন্ধ থাকছে। প্রয়োজনে অনেকেই ছাতা নিয়ে চলাচল করছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত না থাকলেও কখনো হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে। এতে করে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা গেছে।

এসএস

Wordbridge School
Link copied!