Menu
নড়াইল: নড়াইলের লোহগড়ায় পানিতে ডুবে ফাতেমা খানম নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার পারশালনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা ওই গ্রামের মো.ফজলু রহমানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। এসময় সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT