• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু


নড়াইল প্রতিনিধি সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:১০ পিএম
নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল: নড়াইলের লোহগড়ায় পানিতে ডুবে ফাতেমা খানম নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার পারশালনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ওই গ্রামের মো.ফজলু রহমানের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। এসময় সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এসএস

Wordbridge School
Link copied!