• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় সাড়ে ৮ লাখ টাকার ফেনসিডিল সহ জামাই-শাশুড়ি আটক


চুয়াডাঙ্গা প্রতিনিধি সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৫:৫৪ পিএম
চুয়াডাঙ্গায় সাড়ে ৮ লাখ টাকার ফেনসিডিল সহ জামাই-শাশুড়ি আটক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৮০ বােতল ফেনসিডিল সহ শাশুড়ি চায়না খাতুন (৩৫) এবং জামাই রাজা মিয়াকে (২৫) আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী।

আটককৃতরা হলেন, জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার ব্যবসায়ী আরিফের স্ত্রী চায়না খাতুন ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষিফার্ম এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ি থেকে ২৮০ বােতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ চায়না খাতুন এবং তার মেয়ের জামাই রাজা মিয়াকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দর্শনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।

এসএস

Wordbridge School
Link copied!