Menu
সিলেট: সিলেট ও সুনামগঞ্জ থেকে অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুটো জেলার বিভিন্ন স্থান থেকে এগুলো আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ ৯২ হাজার টাকা।
বিজিবি জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৭০ কেজি ভারতীয় চিনি, এক হাজার ৭১ পিস মিরাকেল সাইন এন্ড গ্লো ক্রিম, ৮ টি গরু, ১২০ কেজি চা-পাতা, জিরা, মোটরসাইকেল, ডেরোবিন ক্রিম ও ৪০৫ কেজি বাংলাদেশি শিং মাছ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী বারকি নৌকা আটক করে বিজিবি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৯২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT