কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসার মাইক্রোবাসের ধাক্কায় তিন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মিম (১২), একই এলাকার পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে বিথি (১২)।
এই ঘটনায় আহত ফাতেমা ও সাদিয়া নামের আরও দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কুরআন পড়া শেষ করে ওই শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে।
এতে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও চার শিশু। পরে তাদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তানজিলা ও বিথি নামের আরও দুইজন মারা যায়। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, দুর্ঘনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্দ স্থানীয়রা।
এসএস