• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বরগুনায় নৌবাহিনীর অভিযানে ৪ মাদক কারবারি আটক 


বরগুনা প্রতিনিধি  অক্টোবর ১, ২০২৪, ১১:০১ এএম
বরগুনায় নৌবাহিনীর অভিযানে ৪ মাদক কারবারি আটক 

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনায় নৌবাহিনীর অভিযানে মাদক ও বিক্রির টাকা সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে। পরবর্তীতে আটককৃত মাদক কারবারীদেরকে বরগুনা থানা পুলিশের নিকট হস্তান্তর করে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্ট। 

আটককৃত মাদক কারবারীরা বুড়িরচর ইউনিয়নের মাইঠা এলাকার শাহীন মৃধা, আলীম মৃধা, রাকিব মৃধা ও আজিজ পহলান। 

বরগুনা নৌবাহিনীর কন্টিনজেন্ট সূত্রে জানা গেছে তাদের ওপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাওয়ার পরই তারা এই অভিযান পরিচালনা করেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামে অভিযান পরিচালনা করে চারজন মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৪ হাজার টাকা, তিনটি মোবাইল ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

এব্যাপারে বরগুনা থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, বরগুনা নৌবাহিনীর কন্টিনজেন্ট মাদক সহ ৪ কারবারিকে আটকের পর সোপর্দ করে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এসআই

Wordbridge School
Link copied!