• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


গাজীপুর প্রতিনিধি অক্টোবর ১, ২০২৪, ১২:৩২ পিএম
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকার ডিলাস ফেসন লিমিটেডের মালিক কারখানার শ্রমিকরা তাদের তিন মাসের বকেয়া বেতনের আদায়ের জন্য সড়কে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা তাদের এই দাবিতে সমর্থন আদায়ে চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি কারখানার গেটে গিয়ে শ্রমিকদের রাস্তায় নামার আহ্বান জানান।

পরে আশেপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে সহমত পোষণ করে বিক্ষোভে মিলিত হলে গাজীপুর চৌরাস্তা এলাকার অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে এ অবরোধের প্রভাব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঠেকে।পরে এই দুই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

এ দিকে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে কারখানার শ্রমিকদেরকে কোন ধরনের নোটিশ দিয়ে গাজীপুরের চৌরাস্তা এলাকার ডিলাস ফেসন লিমিটেডের মালিক হঠাৎ করেই কারখানা বন্ধ করে দেয়। এ সময়ে তাদের তিন মাসের বেতন বকেয়া পড়ে যায়। পরে শ্রমিকরা মালিক পক্ষের কাছে অনেক বার বকেয়া বেতন দাবি করলেও কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে যাচ্ছে। পরে বাধ্য হয়েই পাওনা বেতন আদায়ের জন্য আজ তারা আন্দোলনে রাজপথে নেমেছেন। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকেই ওই কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে আসছে। তবে আজ মঙ্গলবার সকালে তাদের এ দাবি আদায়ের সমর্থনে বেশকটি কারখানার শ্রমিকদের কেউ মিলিত করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশাবাদী অতিদ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের এ সমস্যা সমাধানের ব্যবস্থা হয়ে যাবে। 

এসআই

Wordbridge School
Link copied!