• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি 


খাগড়াছড়ি প্রতিনিধি অক্টোবর ১, ২০২৪, ০৪:১৮ পিএম
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জানা গেছে, কারিগরি স্কুল ও কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জেলার পরিস্থিতি। এমন অবস্থায় মঙ্গলবার (১ অক্টোবর) খাগড়াছড়ি সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।   

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত শিক্ষকের নাম সোহেল রানা। তিনি খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

এর আগে খাগড়াছড়িতে মামুন নামের এক ব্যক্তিকে হত্যার জের ধরে সৃষ্ট সংঘাত-সহিংসতার রেশ কাটতে না কাটতেই কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটলো। 

আইএ

Wordbridge School
Link copied!