• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

নিহতের পরিবারের সাথে আইনজীবীদের গণস্বাক্ষরতা অভিযান শুরু


মাদারীপুর প্রতিনিধি অক্টোবর ১, ২০২৪, ০৭:১৩ পিএম
নিহতের পরিবারের সাথে আইনজীবীদের গণস্বাক্ষরতা অভিযান শুরু

মাদারীপুর: জেলা আইনজীবি সমিতির সদস্য সরদার জয়নাল আবেদীনের খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের
পরিবারের সাথে সুবিচার চেয়ে আইনজীবীরা মামলা পরিচলনায় গণস্বাক্ষরতা অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত আইনজীবী গণস্বাক্ষরতায় অংশগ্রহণ করে নিহত আইনজীবী পরিবারের সাথে একাত্বতা ঘোষণা করেছে।
 
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে গণস্বাক্ষরতা অভিযানের সমন্বয়ক এডভোকেট মাহবুব হোসেন সরোজ বলেন, আইনজীবী খুনের ঘটনায় আমরা বসে থাকতে পারিনা। তাই আইনজীবী খুনিদের সবোর্চ্চ শাস্তি ফাসিঁর দাবিতে আমরা স্বাক্ষরতা অভিযান শুরু করেছি।

উল্লেখ্য আইনজীবী সরদার জয়নাল আবেদীনের সাথে তার নিকটতম আত্বীয়দের জমিজমা বিরোধের জের ধরে গত ৭ সেপ্টেম্বর স্থানীয় তাতীবাড়ীর বালীয়া নামক স্থানে আইনজীবি পিটিয়ে মারাত্বক জখম করে কতিপয় দুর্বৃত্তরা। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী জয়নাল ৯ সেপ্টেম্বর রাতে মারা যায়। 

এআর

Wordbridge School
Link copied!