• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

পূর্বধলায় নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের কর্মবিরতি


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি অক্টোবর ১, ২০২৪, ০৭:৩৫ পিএম
পূর্বধলায় নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের কর্মবিরতি

নেত্রকোনা: পূর্বধলায় নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি কর্মকতারা।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়।

এ সময় নার্সিং ইনচার্জ সাধনা রানী দাস, নাসিং সুপারভাইজার শামসুন্নাহার আক্তার, সিনিয়র স্টাফ নার্স আঞ্জুমান আরা খান, সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স হাসিনা বেগম, সিনিয়র স্টাফ নার্স সুজাতা তজু, সিনিয়র স্টাফ নার্স সাজিয়া আক্তার, সিনিয়র স্টাফ নার্স নুরুন্নাহার আক্তার জলি, সিনিয়র স্টাফ নার্স সাধনা রানী দাসসহ সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নার্স, মিডওয়াইফ এবং মিডওয়াইফারির শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, গতকাল  ৩০ সেপ্টেম্বর প্রতীকি ও আজ ১ অক্টোবর ৩ ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করে। দাবি আদায় না হলে আগামীকাল ২ অক্টোবর ৫ ঘন্টা কর্মবিরতির পালন করার ঘোষণা দেন পূর্বধলা নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তারা কর্মচারীরা।

এআর

Wordbridge School
Link copied!