নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা সোনাবো এলাকার ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম (২৮) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনপূর্বক ভুলতা গোলচত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নারাণয়গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী দীল মোহাম্মদ, নিহত জাহিদুলের মা পুষ্প আক্তার, মামা নূর মোহাম্মদ, শ্রমিকদল নেতা সাইদুল ইসলাম, যুবদল নেতা সেলিম মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাত্রদল নেতা জাহিদুল ইসলামকে হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট রাত ৯টায় মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
এসএস