গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগরা এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময়ে বিক্ষুব্ধ জনতারা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।
জানা যায়, বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ৯ টার দিকে ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ভোগরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন জানান, বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে ভোগরা এলাকায় এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। এমন সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাস ওই যুবককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে এ খবর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে পথচারী ও স্থানীয় উত্তেজিত জনতারা দুটি বাসে আগুন দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনা স্থলে পৌছায়। তিনি আরও বলেন, এ সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এখন আইনগত পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।
এসএস
আপনার মতামত লিখুন :