• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

কাউন্সিলরদের পরিবর্তে সেবা দিতে কেসিসির ৩১ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান


খুলনা ব্যুরো অক্টোবর ৩, ২০২৪, ০২:২৩ পিএম
কাউন্সিলরদের পরিবর্তে সেবা দিতে কেসিসির ৩১ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান

খুলনা: খুলনা মহানগরীর ওয়ার্ড পর্যায়ের নাগরিকদের বিভিন্ন সনদ ও প্রত্যয়নপত্র দিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  গত ২ অক্টোবর কেসিসির পৃথক দুটি অফিস আদেশে ওই ৩১ জন কর্মকর্তাকে এসব দায়িত্ব প্রদান করা হয়। তারা কেসিসির ৩১টি ওয়ার্ডের নাগরিকদের নাগরিত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যু সনদ এবং প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখবেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর দেশের অন্য ১২টি সিটি করপোরেশনের মতো কেসিসির ৩১টি ওয়ার্ডের সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডের সব কাউন্সিলরকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ফলে গত ৫ দিন কাউন্সিলর ছাড়াই চলছে কেসিসি। এতে থমকে গেছে অনেক ধরনের সেবা কার্যক্রম। সেবা কার্যক্রম চালু রাখতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা হলেন, ৫নং ওয়ার্ডে কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, ৭নং ওয়ার্ডে বাজেট কাম অ্যাকাউন্ট অফিসার মো. মনিরুজ্জামান, ৮নং ওয়ার্ডে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ১৬নং ওয়ার্ডে প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার, ২৪নং ওয়ার্ডে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, ১৭নং ওয়ার্ডে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, ১৮নং ওয়ার্ডে স্থপতি রেজবিনা খানম, ৩নং ওয়ার্ডে কঞ্জারভেন্সি অফিসার অহিদুজ্জামান খান, ২৫নং ওয়ার্ডে রাজস্ব কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান, ২৩নং ওয়ার্ডে ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, ১৯নং ওয়ার্ডে আই টি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, ১০নং ওয়ার্ডে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, ২৮নং ওয়ার্ডে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম এ ওয়াদুদ, ৩০নং ওয়ার্ডে প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ২৯ নং ওয়ার্ডে চীফ অ্যাসেসর শেখ হাফিজুর রহমান, ২২নং ওয়ার্ডে কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, ২৬নং ওয়ার্ডে সহকারী কনজারভেন্সি অফিসার আবদুর রকিব, ১৫নং ওয়ার্ডে জনসংযোগ কর্মকর্তা আবদুল মাজেদ মোল্লা, ১৩নং ওয়ার্ডে এস্টিমেটর কাজল রানী দাস, ২নং ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী আজিজুন নাহার বেলা, ৩১নং ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী রনি জামিল চৌধুরী, ৯নং ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী এফ এম ফয়সাল, ১নং ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ পাটোয়ারি, ১১নং ওয়ার্ডে ড্রাফটম্যান আসমাউল হুসনা, ২০নং ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ, ২৭নং ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, ১৪নং ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ২১নং ওয়ার্ডে অডিট অফিসার ইমরান হোসেন এবং ১২নং ওয়ার্ডে সহ. সুপারভাইজিং ইন্সপেক্টর জিয়াউর রহমান।

এসএস

Wordbridge School
Link copied!