• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

 ঈশ্বরদীতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ


ঈশ্বরদী ( পাবনা) প্রতিনিধি অক্টোবর ৩, ২০২৪, ০৭:২২ পিএম
 ঈশ্বরদীতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ

পাবনা: পাবনার ঈশ্বরদীতে ট্রেন অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঈশ্বরদীর আপামর ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা জানান, পশ্চিমাঞ্চল রেলের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ঈশ্বরদী। দীর্ঘদিন ধরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে যমুনা সেতু হয়ে চলাচল করছে। পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, নাটোরের লালপুর-বাগাতিপাড়া, রাজশাহীর বাঘা, চারঘাটসহ বিভিন্ন এলাকার মানুষ চিত্রা ট্রেনে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচল করে। ২০২৩ সালের ১ নভেম্বর ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ও যশোর-ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল শুরু করে। এরপর শুধু ঈশ্বরদী জংশন স্টেশন থেকে যমুনা সেতু হয়ে একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী নভেম্বর মাস থেকে এ চিত্রা ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।

ফলে ঈশ্বরদী যমুনা সেতু হয়ে ঢাকাগামী একমাত্র ট্রেনটি রুট পরিবর্তন হলে এ অঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে পুনরায় চালুর দাবি জানিয়ে বিক্ষোভকারীরা জানায় অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, রাজিবুল আলম ইভান, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী সাইফ হাসান সেলিম, সাংবাদিক সেলিম সরদার। সমাবেশ পরিচালনা করেন ব্যবসায়ী মাসুম পারভেজ কল্লোল।

এসময় প্রায় ৩০ মিনিট চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশনে অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর রুট পরিবর্তনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেন্টডেন্ট মহিউল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ে (রাজশাহী) মহাব্যবস্থাপক আব্দুল আউয়াল ভূঁইয়া জানান, চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। 

এসএস

Wordbridge School
Link copied!