• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

সাতক্ষীরায় সড়কের ক্ষতিসাধনের প্রতিবাদে মানববন্ধন


সাতক্ষীরা প্রতিনিধি অক্টোবর ৫, ২০২৪, ০৫:৩০ পিএম
সাতক্ষীরায় সড়কের ক্ষতিসাধনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা: সাতক্ষীরা আশাশুনি সড়কের ধারে বড় বড় গর্ত করে সড়কের ক্ষতিসাধনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র কল্যাণ এ্যাসোসিয়েশন ও এলাকাবাসী। 

শনিবার (৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা ব্রম্মরাজপুর ডিবি হাই স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রকল্যাণ এ্যাসোসিয়েশনের সদস্য ইব্রাহিম হোসেন, নাজিম সিরাজী দিপু, আবু তালহা, মুহসিন আহম্মেদ, এম এইচ মইন, বেলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তব্যে এলাকাবাসী ও ছাত্ররা বলেন, সড়কের ধারে টেন্ডারকৃত গাছ কাটছে ঠিকাদার, এটা নিয়ে অনেক আগে থেকেই এলাকাবাসীর দাবি ছিলো। কিন্তু এ সকল গাছ কাটার সময় গাছের গোড়ায় গভীর গর্ত করে কাঁটা হচ্ছে এবং এই গর্তে মাটি দিয়ে ভরাট না করেই চলে যাচ্ছে ঠিকাদারের লোকজন।  গাছের গুড়ি সহ কেটে নেওয়াতে তৈরি হওয়া গভীর গর্তের কারণে। দেখা দিয়েছে ধস কিছু কিছু স্থানে রাস্তার ইট এই গর্তে চলে যাচ্ছে। 

এলাকাবাসীরা বলছেন, এভাবে গর্ত করে গাছ কাটার ফলে সাতক্ষীরা থেকে আশাশনি সড়ক অচিরেই নষ্ট হয়ে যাবে এবং দুর্ঘটনা আশঙ্কা থাকবে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রজনতা।

এসএস

Wordbridge School
Link copied!