• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পিরোজপুর থেকে অপহৃত কিশোরী বরিশালে উদ্ধার


পিরোজপুর প্রতিনিধি অক্টোবর ৫, ২০২৪, ০৬:৫৪ পিএম
পিরোজপুর থেকে অপহৃত কিশোরী বরিশালে উদ্ধার

পিরোজপুর: পিরোজপুর থেকে অপহৃত সিনথিয়া আক্তার রুমি (১৩) নামে এক কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন সিনথিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় পিরোজপুর সদরের হোরের হাওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে শেখ তরিকুল ইসলাম বাদী হয়ে গত ৩ অক্টোবর সদর থানায় একটি অভিযোগ করেন। 

জানা গেছে, বাদী তরিকুলের শ্যালক মো: আল আমিন হাওলাদারের মেয়ে সিনথিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আর সে বাড়ি ফিরে আসেনি। পরিবার সিনথিয়াকে অনেক খোজাখুজি করার পর না পেয়ে পুলিশ সুপারের অফিসে যান।

এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন বলেন, অপহৃত সিনথিয়া আক্তার রুমিকে তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কতোয়ালী থানার সহায়তায় গত ৩ তারিখ রাতে বরিশাল চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করা হয়। তাঁর পিতা আল আমিন ও বাদী তরিকুলের কাছে মেয়েটিকে হস্তান্তর করা হয়েছে। 

এসএস

Wordbridge School
Link copied!