• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

নড়াইলে শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান ও আলোচনা সভা


নড়াইল প্রতিনিধি অক্টোবর ৫, ২০২৪, ০৭:৪১ পিএম
নড়াইলে শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান ও আলোচনা সভা

নড়াইল: শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে নড়াইলে ৩৩টি শ্রী শ্রী হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে শহরের কুড়িগ্রাম এলাকায় নিশিনাথতলা মন্দিরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জেলা শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন। 

জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পালের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, জেলা মতুয়া মিশনের উপদেষ্টা অশোক কুন্ডু, সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, সহসভাপতি নিমাই বিশ্বাস ও ধীমানরঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদার ও প্রসেনজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তপন সিকদার ও বাসুদেব পাল, দপ্তর সম্পাদক সন্দিপ রায় প্রমুখ।

এসএস

Wordbridge School
Link copied!