• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

কুমিল্লায় দূর্গাপূজার নিরাপত্তায় ৮২ প্লাটুন বিজিবি মোতায়েন


কুমিল্লা প্রতিনিধি অক্টোবর ৫, ২০২৪, ০৭:৪৬ পিএম
কুমিল্লায় দূর্গাপূজার নিরাপত্তায় ৮২ প্লাটুন বিজিবি মোতায়েন

কুমিল্লা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির বলেছেন, শারদীর দূর্গা পূজার যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিবে। তাছাড়া কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২ টি পূজা মন্ডপে ৮২ প্লাটুন বিজিবি পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে। 

শনিবার (৫ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার নিশ্চিতকল্পে বিজিবির নিরাপত্তা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ারও আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পূজার সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে বিভিন্ন গুজব ছড়ানো হয়। আপনারা সে বিষয়গুলোতে সতর্ক থাকবেন৷ 

পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরা চালান বৃদ্ধির বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক চোরা চালানোর বিষয়ে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে। তবে পূজাকে ঘিরে আরও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন, উপ অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মোঃ ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তীসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসএস

Wordbridge School
Link copied!