• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান উদ্ধার


পিরোজপুর প্রতিনিধি অক্টোবর ৬, ২০২৪, ১১:২৬ এএম
পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাত ১০ টার দিকে সেনা, পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সদর উপজেলার শারিকতলার ডুমুরিতলা এলাকার মৃত কাসেম আলী ফকিরের ছেলে জালাল ফকিরের বসতঘর থেকে ওই এয়ারগাটি উদ্ধার করা হয়।

জানা যায়, অভিযানের খবর পেয়ে অভিযুক্ত জালাল ফকির পালিয়ে যায়। জালাল ওই এলাকার সাবেক কাউন্সিলর ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রুপের লোক এবং এলাকার একজন চিন্হিত সন্ত্রাসী বলেও জানা গেছে।

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, যৌথ বাহিনীর অভিযানে জালালের বাসা থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। চিন্হিত সন্ত্রাসী ও মাদক কারবারীদের গ্রেপ্তারে এধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এসআই

Wordbridge School
Link copied!