• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ধানখেতে মিলল পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ


শেরপুর প্রতিনিধি অক্টোবর ৬, ২০২৪, ১২:৪০ পিএম
ধানখেতে মিলল পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

ফাইল ছবি

শেরপুর: নদীর বাঁধ ভেঙ্গে পানির স্রোতে ভেসে যাওয়ার একদিন পর ধানখেত থেকে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬) নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুই ভাই ওই ইউনিয়নের অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে ভেসে নিখোঁজ হন তারা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে ধানখেত থেকে লাশ উদ্ধার করে। পরে দুই ভাইয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে পানির স্রোত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ভেসে গিয়ে নিখোঁজ হন সহোদর দুই ভাই হাতেম ও আলমগীর। পরে শনিবার পানি কিছুটা কমে আসায় সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী কুতুবাকুড়া গ্রামের ধানখেতে তাদের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ওই দিন রাতেই লাশ উদ্ধার করে পুলিশ।

এসএস

Wordbridge School
Link copied!