• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য, এখনও বন্ধ ৫ কারখানা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০২৪, ০৩:৩৪ পিএম
আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য, এখনও বন্ধ ৫ কারখানা

ঢাকা: আশুলিয়া শিল্পাঞ্চলে গেল কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে ফিরেছে পুরোপুরি কর্মব্যস্ততা। তবে এখনও বন্ধ রয়েছে পাঁচটি কারখানা। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম জানান, আজ সকাল ৮টা থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের শিল্প কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। শিল্পাঞ্চলের লুসাকা গার্মেন্সে কর্মবিরতি ছাড়া অন্য কোনো কারখানায় কর্মবিরতি নেই। বিক্ষোভ বা শ্রমিক অসন্তোষ না থাকলেও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। গত কয়েকদিন শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ১৮৬৩ শিল্প কারখানার মধ্যে মালিকপক্ষ প্রতিদিন ২০ থেকে অর্ধ শতাধিক পোশাক কারখানা বন্ধ রাখলেও আজ সেই সংখ্যা মাত্র পাঁচটি।

শিল্প পুলিশ আরও বলেন, ‘আগামী দিনে বন্ধ থাকা কারখানাগুলো খুলে গেলে আশুলিয়া শিল্পাঞ্চলে শতভাগ উৎপাদন শুরু হবে।’

এদিকে শনিবার আশুলিয়া শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ছয় জনকে আটক করেছে যৌথবাহিনী। এদিন সন্ধ্যায় আটকদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের রিমান্ড আবেদন করে আজ রোববার আদালতে পাঠানো হয়।

এসএস

Wordbridge School
Link copied!