• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

কাঁঠালিয়ায় অসহায় ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ৬, ২০২৪, ০৪:৩০ পিএম
কাঁঠালিয়ায় অসহায় ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় গরীবের বন্ধু সমাজ কল্যান সংস্থার উদ্যোগে অসহায় গরিব ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) দুপুরে কাঁঠালিয়া প্রেসক্লাবের সামনে থেকে রান্না করা এই খাবার বিতরণের কার্যক্রম শুরু করে সংস্থার নেতৃবৃন্দ।  এসময় উপজেলার অলিগলিতে ঘুরে ঘুরে শতাধিক গরিব অসহায় ও ভিক্ষুকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরন কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম মুন্সি, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, মো. সফিকুল ইসলাম রাসেল, গরীবের বন্ধু সমাজ কল্যান সংস্থার সভাপতি মো. বাদল হাওলাদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস

Wordbridge School
Link copied!