• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

হিলিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ


হিলি (দিনাজপুর) প্রতিনিধি অক্টোবর ৭, ২০২৪, ০৬:৪৪ পিএম
হিলিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: তালেবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের উপ-পরিচালক মো: আতাউর রহমান সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহম্মেদ আহসান হাবীব, ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।

অনুষ্ঠান শেষে ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর আগে শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে।

এসএস

Wordbridge School
Link copied!