• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কালিয়াকৈরে বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি, সড়ক অবরোধ


গাজীপুর প্রতিনিধি অক্টোবর ৮, ২০২৪, ১২:১৪ পিএম
কালিয়াকৈরে বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি, সড়ক অবরোধ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার পূরবানী গ্রুপের পোশাকেরা টিফিন বিল, নাইট বিল, হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সোমবার (৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে তারা এ বিক্ষোভ শুরু করেন। 

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, সম্প্রতি সরকার পোশাক শ্রমিকদের জন্য টিফিন বিল, নাইট বিল ও হাজিরা বোনাস বৃদ্ধি করেছে। কিন্তু এ ঘোষণা মৌচাকের আশেপাশের কারখানার কর্তৃপক্ষ বাস্তবায়ন না করায় তারা এ বিক্ষোভ করছেন। 

এ দিকে আন্দোলনরত শ্রমিকদের এক সূত্র জানিয়েছে, তাদের সঙ্গে সহমত পোষণ করে বিক্ষোভে পূরবানী গ্রুপের পোশাক শ্রমিকরা ছাড়াও আশেপাশের গার্মেন্টস কারখানা ও একটি জুতা তৈরির কারখানার শ্রমিকেরাও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক অংশে বিক্ষোভে যোগদান করেছে। 

এসএস

Wordbridge School
Link copied!