• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সিলেটে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য ও পশু আটক


সিলেট প্রতিনিধি অক্টোবর ৮, ২০২৪, ০৩:০৪ পিএম
সিলেটে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য ও পশু আটক

সিলেট: সিলেটে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য ও পশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে (৭ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো আটক করা হয়। । যেগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১০০ টাকা।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, সোমবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টহলদল ৭৯৬ পিস ভারতীয় শাড়ি, ১৯ টি ভারতীয় গরু, ছয় হাজার ৪০ কেজি ভারতীয় চিনি, ১২০ কেজি পোস্তদানা, ৩৩৭ কেজি জিরা, ১৮৬ বোতল ভারতীয় মদ, ১০ বোতল বিয়ার, ১টি মাহিন্দ্রা, দুই হাজার ১৩৩ কেজি বাংলাদেশি রসুন সহ অন্যান্য মালামাল আটক করা হয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১০০ টাকা। 

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এইসব চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

এসএস

Wordbridge School
Link copied!