• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

কুয়াকাটায় ১৪ কেজির সামুদ্রিক পাঙ্গাশ, বিক্রি হলো ১৬ হাজারে


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি অক্টোবর ৮, ২০২৪, ০৯:৩৬ পিএম
কুয়াকাটায় ১৪ কেজির সামুদ্রিক পাঙ্গাশ, বিক্রি হলো ১৬ হাজারে

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় মো. ফারুক নামের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় সাড়ে ১৪ কেজি ওজনের এক পাঙ্গাশ মাছ। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে মাছটি কুয়াকাটার মাছ বাজারে মুন্নি ফিস আড়তে নিয়ে আসা হয়। পরে ফিস ভ্যালি আড়তের পরিচালক মো. হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী ১১০০ টাকা কেজি ধরে ১৫ হাজার ৯৫০ টাকায় মাছটি কিনে নেন। 

জেলে মো. ফারুক বলেন, আমি সকালে গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য জাল পেতেছিলাম। পরে ওই জালে অন্যান্য মাছের সঙ্গে এই পাঙ্গাশটিও ধরা পড়ে। মাছটি পেয়ে আমি অনেক খুশী। কারণ একটি মাছে অনেক দাম পেয়েছি। কুয়াকাটায় নিয়ে এসে ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেছি।

ফিস ভ্যালি আড়তের পরিচালক মো. হাসান বলেন, পাঙ্গাশটি বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে। পরে বাজারে নিয়ে আসলে ডাকের মাধ্যমে মাছটি ক্রয় করি।মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।  

আইএ

Wordbridge School
Link copied!