• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপি নেতার উদ্যোগে সেই ব্রীজের পাশে নির্মিত হচ্ছে কাঠের পুল


বরগুনা প্রতিনিধি :  অক্টোবর ৮, ২০২৪, ১০:০১ পিএম
বিএনপি নেতার উদ্যোগে সেই ব্রীজের পাশে নির্মিত হচ্ছে কাঠের পুল

বরগুনা: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় গত ২২ জুন ব্রীজ ভেঙ্গে মাইক্রোবাস খালে পড়ে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হওয়া সেই খালে নির্মিত হতে যাচ্ছে কাঠের পুল। আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহমেদ খান গ্রামবাসীদের নিয়ে উদ্যোগ নিয়েছেন পুলটি নির্মাণের।

ভেঙ্গে যাওয়া আয়রন ব্রীজের পাশে ২০০ ফুট দৈর্ঘ্য ৬ ফুট প্রস্থ এ কাঠেরপুল নির্মাণ করা হবে বলে জানা গেছে।

এটি নির্মাণ বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় আট লক্ষ টাকা। ব্রীজ নির্মাণ করতে মজুরী বাবদ এপর্যন্ত মিস্ত্রি খরচ চাওয়া হচ্ছে ৫ লক্ষ টাকা। লোহা ও অন্যান্য খরচ আনুমানিক ৩ লক্ষ টাকা। তবে আরো কম খরচে মিস্ত্রি পাওয়ার আশায় এখনো পুল নির্মাণ শুরু করা যায়নি। 

এবিষয়ে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বিএনপি নেতা মকবুল হোসেনের ছেলে মো. ইমরান খান বলেন, গত ২২ জুন ২০২৪ তারিখ হলদিয়াহাট আয়রন ব্রীজটি ভেঙ্গে যাওয়ার পর হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ৫০ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভেঙ্গে যাওয়ায় হলদিয়ায় বসবাসরত সাধারন মানুষ দুর্ভোগে পরে। এই আয়রন ব্রীজটি হলদিয়া ইউনিয়নের সাধারণ মানুষের উপজেলা সদর, জেলা সহ দেশের সর্বত্র যোগাযোগের একমাত্র মাধ্যম। কৃষকরা তাদের পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ বহন করে উপজেলা সদরের বাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকরা। স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। 

বয়স্ক, বৃদ্ধ, শিশু ও নারীরা অসুস্থ হলে তাদের অনেক এলাকা ঘুরে উপজেলা শহরে যেতে হয় চিকিৎসা নিতে। কোন গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হলে কষ্টের নেই শেষ।
জনসাধারণের কষ্টের কথা চিন্তা করে সকলের সহযোগিতায় একটি কাঠেরপুল নির্মার্ণের উদ্যোগ নেওয়া হয়েছে। 
জনসাধারণ তাতে সাড়া দিয়েছেন, কেহ গাছ দিয়ে কেহ শ্রম দিয়ে আবার কেহ অর্থ দিয়ে এগিয়ে আসছেন কাঠেরপুল নির্মাণে। আশা করি জনসাধারনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে কাঠেরপুল নির্মাণ কাজ শুরু হবে। 

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মকবুল আহমেদ খান বলেন, আয়রন ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর হলদিয়া চাওড়া ইউনিয়নের সকল মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। জনসাধারণের এ দুর্ভোগ লাঘবে সকলকে সঙ্গে নিয়ে কাঠেরপুল নির্মাণের কাজ শুরু করা হয়েছে। জনসাধারণকে সাথে নিয়ে সীমিত সময়ের মধ্যে কাঠেরপুল নির্মাণ কাজ সমাপ্ত হবে। 

কাঠের পুল নির্মাণে অন্যতম উদ্যোক্তা এলকার প্রবীন ব্যক্তি মো. নান্নু মোল্লা বলেন, জনসাধারণ যেভাবে সাড়া দিয়ে এগিয়ে এসেছে তাতে কিছু দিনের মধ্যে কাঠেরপুল দিয়ে মানুষ চলাচল করতে পারবে। 

স্হানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম স্বপন বলেন, কাঠেরপুল নির্মাণে সকল প্রকার সহযোগিতা করা হবে। এছাড়াও কাঠেরপুল নির্মাণে প্রতিদিন শ্রম দিয়ে যাচ্ছেন স্থানীয় মনি মোল্লা, মতি মোল্লা, নান্নু প্যাদা, জাকির হোসেন রাসেল প্যাদা, সাহাগাজীসহ গ্রামের অনেক লোকজন। 

উল্লেখ্য, গত ২২ জুন দুপুরে বরের বাড়িতে বউভাতের দাওয়াতে যাওয়ার সময় হলদিয়াহাট ব্রিজটি ভেঙে একটি মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জনের মৃত্যু হয়। তখন থেকে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচলে দুর্ভোগে পড়ে। 

আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে বলেন, ভেঙ্গে যাওয়া আয়রন ব্রিজের স্থলে গার্ডার ব্রীজ নির্মাণের একটি প্রস্তবনা রয়েছে। 

আইএ

Wordbridge School
Link copied!