• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পিরোজপুরে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার


পিরোজপুর প্রতিনিধি অক্টোবর ৯, ২০২৪, ০৫:০৪ পিএম
পিরোজপুরে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরে নাসিমা মঞ্জিল নামের এক বাসা থেকে থেকে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পিরোজপুর সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পৌরসভার মাছিমপুর এলাকার ৭ নং ওয়ার্ডের বলাকা ক্লাব রোডের ওই বাসা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. রমজান শিকদার ওরফে ফেন্সি রমজান পালিয়ে যায়। সে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম-পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত রমজান সদরের বাশবাড়িয়া এলাকার মৃত শাহ আলমের ছেলে।

উদ্ধার অভিযান শেষে পিরোজপুর সদর থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো: মুকিত হাসান খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। 

এ ঘটনায় সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পিরোজপুর জেলায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসএস

Wordbridge School
Link copied!