• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু


কুষ্টিয়া প্রতিনিধি অক্টোবর ৯, ২০২৪, ০৫:৩৮ পিএম
কুষ্টিয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার ফারাকপুর গ্রামের জহুরা খাতুন, একই উপজেলার হোসেনাবাদ এলাকার কৃষক নিজামুদ্দিন, তরিকুল ইসলাম এবং আওলাদ হোসেন। 

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিকেলে হোসনাবাদ এলাকায় একটি মাঠে কৃষি কাজ করছিলেন কৃষক নিজাম, আওলাদ ও তরিকুল।

এসময় হঠাৎ বজ্রপাত শুরু হলে নিরাপদ আশ্রয় মনে করে বাঁশের চাঙে অবস্থান করছিলেন তারা। এ সময় বজ্রাঘাতে তারা গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই সময়ে ওই উপজেলায় জহুরা খাতুন নামে এক নারী নিজ বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ বজ্রঘাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়।

এদিকে, বজ্রাঘাতে একসঙ্গে চারজনের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস

Wordbridge School
Link copied!